সাদিক-ফরহাদের পক্ষে কারচুপির অভিযোগ, সিসিটিভিতে যা দেখল নির্বাচন কমিশন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ওঠেছে। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটের সময় টিএসসি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যার বন্ধু একজন শিক্ষার্থী দাবি করেন, ব্যালট পেপারে আগেই দুটি প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া ছিল। অভিযোগে বলা হয়, ঐক্যবদ্ধ ছাত্র জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে চিহ্ন পাওয়া যায়।

অভিযোগ অনুযায়ী, শিক্ষার্থী ব্যালটটি বুথে নিয়ে যাচাই করতে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন এবং পুনরায় পোলিং কর্মকর্তাদের কাছে রিপোর্ট করেন। পরে তাকে নতুন ব্যালট প্রদান করা হয়। নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়নি।

টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা তাৎক্ষণিকভাবে অভিযোগটি অস্বীকার করেন। তবে বিষয়টি সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখা হবে বলেও তিনি জানান।

আজ (১৭ সেপ্টেম্বর) চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঘটনার দিন সকাল ১১টার দিকে কেন্দ্র প্রধান তাকে জানান যে শিক্ষার্থী এক নম্বর টেবিল থেকে ব্যালট গ্রহণ করেন এবং বুথে প্রবেশের এক মিনিটের বেশি সময় পর দাবি করেন যে ব্যালটে দুই প্রার্থীর নামের পাশে পূর্বনির্ধারিত ক্রস চিহ্ন ছিল। এরপর উপস্থিত পোলিং অফিসার ও ভোট ব্যবস্থাপকদের সহায়তায় ব্যালটটি আলাদা প্যাকেটে সংরক্ষণ করা হয় এবং শিক্ষার্থীকে নতুন ব্যালট প্রদান করা হয়। পরে শিক্ষার্থী পুনরায় বুথে প্রবেশ করে ভোট প্রদান করেন।

অধ্যাপক জসীম উদ্দিন বলেন, “ঘটনার পর আমরা চিহ্নিত ব্যালট সংরক্ষণের নির্দেশ দিই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত কমিটি গঠনের জন্য অনুরোধ করি। এছাড়া সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে দেখা গেছে শিক্ষার্থী চারবার বুথে প্রবেশ ও বের হন। বিশেষ করে শেষবারে তিনি ১০ মিনিটের বেশি সময় বুথে অবস্থান করেন। তার বারবার বুথে প্রবেশ ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে।”

তবে তিনি নিশ্চিত করেন যে, প্রাথমিক তদন্তে প্রচলিত নিয়ম ও প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটেনি।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ও এস এম ফরহাদ যথাক্রমে ভিপি এবং জিএস পদে জয়লাভ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

  • শেয়ার করুন