মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে, ইমরান খানের মতো দল হিসাবে দাঁড়াবে: ফজলুর রহমান

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

কিশোরগঞ্জ/ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৫.
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে তিন মাসের জন্য স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে ঘোষণা করেছেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে একটি নতুন দল গঠনের উদ্যোগ নেবেন এবং প্রয়োজন পড়লে ওই দল নির্বাচনেও দাঁড়াবে।

ফজলু বলেন, “আমি আবারও বলে দিলাম মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে। এই দলটা যদি নির্বাচন করে, এই দলটা কিন্তু দাঁড়াবে — ইমরান খানের মতো দল হিসেবে দাঁড়াবে।” তিনি আরও জানান, প্রতিটি জায়গা থেকে একজন করে প্রার্থী দাঁড় করানো হবে এবং মোট ৩০০ ক্যান্ডিডেট নেয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেছেন, দলের অন্তর্ভুক্ত কার্যক্রম থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে তাকে জানানো হয়েছে। এর প্রেক্ষিতে তিনি বলেছেন, “কে সহ্য করতে পারে এগুলো? আমিও তো মানুষ — এই দলের জন্য কি-না করেছি, জেল খেটেছি, নির্বাসনে থেকেছি। দেশের নেত্রী খালেদা জিয়ার নামে ৩০০ বক্তব্য দিয়েছি — যেটি বিশ্ব রেকর্ড।”

ফজলু আরও বলেন, বিএনপির নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার যে বক্তব্য রয়েছে, সেগুলো অন্যান্য কেউ করেনা। স্থগিতাদেশের বিরুদ্ধে তিনি সম্মেলনের আগে তা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তাঁর কথায়, “সম্মেলনের আগে এটি তুলে দিন।”

বর্তমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি দুই বিকল্পও উল্লেখ করেছেন — রাজনীতি ছেড়ে দেওয়া কিংবা নতুন পথ খোঁজা। ফজলু বলেন, “আমার বয়স ৭৮ বছর — আমাকে তিন মাস ঘরে বসিয়ে রাখবেন, আমাকে কাজ করতে দেবেন না। একদিনের জন্য হলেও হয়েছে। যদি বিএনপি আমার সাসপেনশন তুলবে না, আমার সামনে দুটি পথ আছে — রাজনীতি ছেড়ে দেওয়া বা ভিন্ন পথ খোঁজা।”

তিনি এমনটিও দাবি করেছেন যে, দেশের বাইরে থাকা প্রায় দুই কোটি মানুষের মধ্যে অধিকাংশই তাকে সমর্থন করবেন।

ফজলু বলেন, তার কিশোরগঞ্জ সম্মেলন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে; সেই সম্মেলনে উপস্থিত থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি এবং দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবেন।

এ বিষয়ে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • শেয়ার করুন