এবি পার্টি ছাড়লেন ৪০ নেতা–কর্মী, পাঁচ বছর পর জামায়াতে প্রত্যাবর্তন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করে আমার বাংলাদেশ (এবি) পার্টিতে যোগ দেওয়ার পাঁচ বছর পর ফের জামায়াতে যোগ দিলেন জামায়াতের সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ৪০ জন নেতা–কর্মী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটায় বিরামপুর শহরের ধানহাটি মোড়ে দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁরা দলে যোগ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমির হাফিজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমির আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম, পৌর শাখার আমির মামুনুর রশীদ ও সেক্রেটারি শাহীনুর ইসলাম।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরামপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে যোগ দেন।

মেহেদী হাসান চৌধুরী ২০২০ সালে জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর উপজেলা শাখার সভাপতি ছিলেন। একই বছরে তিনি এবি পার্টিতে যোগ দেন এবং সর্বশেষ ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি। গত বুধবার তিনি দলটি থেকে পদত্যাগ করেন।

যোগদান অনুষ্ঠানে মেহেদী হাসান চৌধুরী বলেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনকালে জামায়াতের সঙ্গে যুক্ত থাকার কারণে আমি নানা মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলাম। কিন্তু জামায়াতের কিছু নেতার সঙ্গে মতবিরোধের কারণে তখন এবি পার্টিতে যোগ দিই। পরে সেখানে প্রত্যাশিত চেতনা না পাওয়ায় হতাশ হই। বর্তমানে জামায়াতের আদর্শ ও কার্যক্রম আমাকে মুগ্ধ করেছে। তাই ৪০ জন সহকর্মীকে সঙ্গে নিয়ে আবারও জামায়াতে যোগ দিলাম।”

  • শেয়ার করুন