প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫
সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পেছনে দীর্ঘদিনের বিনিয়োগকে অনেকেই এখন অপচয় মনে করছেন। তিনি দাবি করেন, সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের পর একাংশ সুবিধাবাদী গোষ্ঠী জামায়াতের দিকে ঝুঁকেছে।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ কামাল বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনের ফল রাজনীতিতে একটি ঢেউ তুলেছে। এর পার্শ্বপ্রতিক্রিয়া ইতোমধ্যেই বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছে। বিএনপি–জামায়াতের রাজনীতিতেও এর প্রভাব পড়েছে।”
তিনি আরও বলেন, “ডাকসু ও জাকসু নির্বাচনের পর একটি গোষ্ঠী মনে করছে জামায়াত আবার শক্তিশালী রাজনৈতিক দল হয়ে উঠছে। ফলে তাদের কাছে আগে কে লাইন দেবে, তা নিয়ে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। রাকসু নির্বাচন শেষে এই প্রতিযোগিতা আরও তীব্র হবে। অনেকেই এখন ভাবছে, এনসিপির পেছনে এতদিন যে বিনিয়োগ করেছিলাম, তা অপচয় হয়ে গেল। সেই অপচয় ফেরত আনার চেষ্টা চলছে।”
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ক্ষমতাশালী দলের পাশে সুবিধাবাদী গোষ্ঠীর অবস্থান নেওয়া নতুন কিছু নয় বলেও উল্লেখ করেন তিনি।
তবে ডাকসু বা জাকসু নির্বাচনের ফল সরাসরি প্রান্তিক ভোটারদের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন মাসুদ কামাল। তার মতে, সাধারণ মানুষ জাতীয় ছাত্রসংগঠনের ফলাফলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় না। তারা দেখে স্থানীয়ভাবে বিএনপি বা জামায়াত কী করছে। সেই বাস্তবতায় দেশের ভিন্ন ভিন্ন জেলায় ভিন্ন ফলাফল আসবে বলেও মন্তব্য করেন তিনি।