প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে যেকোনো অশান্তি বা সন্ত্রাসী কর্মকাণ্ড আইনীভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিএনপির যুক্তরাষ্ট্র শাখা। রবিবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
সভায় জানানো হয়, ড. ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছেন। রবিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে এই প্রতিনিধিদলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান।
ড. ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দর ও জাতিসংঘ সদরদপ্তরের সামনে উপস্থিত থাকার আহ্বান জানান যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা। প্রস্তুতি সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান।
সভায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে যেকোনো অনিয়তান্ত্রিক তৎপরতা প্রতিহত করা হবে। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট বলেন, “ড. ইউনূসের সফর ঘিরে যেকোনো অশুভ শক্তির অপচেষ্টা মোকাবিলায় বিএনপি সর্বদা প্রস্তুত।”
সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, স্বেচ্ছাসেবকদল নেতা হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশরাফ সবুজ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান কাওসার আহমেদ, সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, বিএনপি নেতা এবাদুর রহমান ও যুবদল নেতা আবু সাইদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। যে কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে এবং শান্তিপূর্ণভাবে স্বাগত কর্মসূচি সফল করা হবে।