জামায়াতে যোগ দিলেন বিএনপির ৫০ কর্মী

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫

  • শেয়ার করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার, পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা জামায়াতের নেতারা।

যোগদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার বলেন, “জামায়াতে ইসলামী মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে। এ আদর্শে অনুপ্রাণিত হয়েই বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছেন।”

  • শেয়ার করুন