প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা যেসব সার্ভে করেছি, আমাদের ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা সমন্বয়কারীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে। গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, আলেম সমাজ, আইনজীবী সমাজ, ছাত্রদের পক্ষে থাকা নেতা এবং সাবেক সেনা কর্মকর্তারা যারা আমাদের ওপর গুলি চালাননি—তাদেরও প্রার্থী করা হবে।”
এসময় তিনি অভিযোগ করেন, এনসিপির নিবন্ধন নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে নির্বাচন কমিশন নিবন্ধন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছে বলে দাবি করে তিনি বলেন, “আমাদের প্রতীক শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা হতে হবে। এর ব্যত্যয় হলে আমরা জানি কীভাবে তা মোকাবিলা করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করেও আমাদের শাপলা প্রতীক দিতে হবে।”
পরে এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, “আমরা ৩০০ আসনেই প্রার্থী দেবো ইনশাআল্লাহ। যদিও বাস্তবতায় ১৫০ আসনে নিশ্চিত জয়ের পরিস্থিতি রয়েছে।”
জোট প্রসঙ্গে তিনি জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনটি ব্লক তৈরি হচ্ছে। এর মধ্যে একটি ইসলামিক ব্লক, একটি বিএনপির নেতৃত্বে এবং অন্যটি এনসিপির নেতৃত্বে। তিনি বলেন, “আমরা বিএনপি বা জামায়াতের সঙ্গে যাচ্ছি না। আমরা স্বতন্ত্রভাবে নিজেদের ব্লক গঠন করছি। তরুণদের বৃহত্তর অ্যালায়ান্সও আসছে সামনে। সব ব্যানারকে একীভূত করে আমরা এগোচ্ছি।”
তিনি দৃঢ়ভাবে বলেন, “শুরু থেকেই বলেছি, এই নির্বাচনে এনসিপির হাতে ১৫০টি আসন থাকবে—ইনশাআল্লাহ।”