গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করতে প্রস্তুত হামাস, কিন্তু অস্ত্র ছাড়বে না

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫

  • শেয়ার করুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকার প্রশাসনিক নিয়ন্ত্রণ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত হলেও তাদের সশস্ত্র সক্ষমতা সমর্পণ করবে না বলে জানিয়েছে। সংগঠনের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ অবস্থান স্পষ্ট করেন।

গাজার শাসনব্যবস্থা থেকে সরে আসার ইঙ্গিত

গাজী হামাদ বলেন, “গাজার শাসনব্যবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদের কোনো আপত্তি নেই। তবে ফিলিস্তিনি প্রশ্ন এবং ফিলিস্তিনি পরিস্থিতি থেকে হামাসকে বাদ দেওয়া যাবে না। হামাস এখানে একটি ইতিবাচক ভূমিকা পালন করছে।”

অস্ত্র রাখার শর্ত

তিনি জোর দিয়ে উল্লেখ করেন, সংগঠনের সামরিক শাখার কাছে থাকা অস্ত্র “বৈধ ও আইনি”, যা দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই ব্যবহার করা হয়। হামাস কখনো আত্মসমর্পণ করবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

আলোচনার অচলাবস্থা ও যুক্তরাষ্ট্রের ভূমিকা

হামাদ অভিযোগ করেন, আলোচনার প্রক্রিয়া বর্তমানে সম্পূর্ণ স্থবির। এর জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন, “তারা কখনোই সৎ ও নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে পারেনি।”

সাম্প্রতিক হামলার প্রেক্ষাপট

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ইসরায়েল দোহায় হামাস নেতৃত্বের ওপর হামলা চালায়। এতে সংগঠনের এক নেতার ছেলে ও কাতারি নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ছয়জন নিহত হন। এ হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাজী হামাদ।

  • শেয়ার করুন