নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে আ.লীগ কর্মীদের ওপর হামলায় বিএনপি কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫

  • শেয়ার করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র — জাতিসংঘ সদরদপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগ কর্মীর ওপর হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। ঘটনা ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে, স্থানীয় সময় অনুযায়ী।

ঘটনাপ্রবাহ
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সমাবেশ চলাকালে ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়ার সঙ্গে বিএনপি কর্মী রিয়াজ রহমানের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ রিয়াজ রহমানকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে আটক করে। বর্তমানে তিনি এনওয়াইপিডির হেফাজতে রয়েছেন।

অন্যদিকে গুরুতর আহত হৃদয় মিয়াকে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী বলে নিশ্চিত করেছেন সংগঠনের নেতারা।

ছাত্রলীগ কর্মীর অভিযোগ
হৃদয় মিয়া গণমাধ্যমকে বলেন,

> “আমরা বিক্ষোভ শেষে বাসায় ফেরার সময় হঠাৎ এক যুবক এসে আমাকে ও আওয়ামী লীগকে গালাগালি করতে থাকে। আমি বলি, আমি আপনাকে চিনি না, জানি না—আমাকে কেন অপমান করছেন? এতেই সে অতর্কিতে আমার মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারে।”

আরেক হামলার ঘটনা
এদিকে একই দিনে আরেকটি হামলার ঘটনা ঘটে। ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের কর্মী জিআই রাসেল ভুল করে বিএনপির নির্ধারিত জায়গায় ঢুকে পড়েন। তখন বিএনপির নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

প্রেক্ষাপট
জাতিসংঘ সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে বিএনপি ও আওয়ামী লীগ পৃথক সমাবেশের আয়োজন করে। দীর্ঘদিন ধরেই প্রবাসে দল দুটির সমাবেশে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। শুক্রবারের এ ঘটনা সেই ধারাবাহিকতার সাম্প্রতিকতম উদাহরণ।

  • শেয়ার করুন