গাজা ইস্যুতে ফুটবল থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার আহ্বান তুরস্কের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫

  • শেয়ার করুন

গাজায় চলমান সহিংসতার প্রেক্ষাপটে ইসরায়েলকে সাময়িকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে তুরস্ক। উয়েফার সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এই অবস্থান নিল তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

টিএফএফ সভাপতির চিঠি
ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাজিওসমানওগলু ফিফা ও উয়েফার শীর্ষ কর্তাদের উদ্দেশে এক চিঠিতে বলেন, “গাজায় যা ঘটছে তা অমানবিক ও অগ্রহণযোগ্য। এখনই সময় ফিফা ও উয়েফার পদক্ষেপ নেওয়ার।”
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, হাজিওসমানওগলুর মতে খেলাধুলা ও ফুটবল সংস্থাগুলো শান্তি ও মানবিকতার মূল্যবোধ রক্ষার দাবি করলেও এত দিন ধরে তারা নীরব থেকেছে।

উয়েফার অবস্থান

জানা গেছে, উয়েফা শিগগিরই ইসরায়েলকে সাময়িক নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে ভোটাভুটিতে যেতে পারে। ধারণা করা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ নির্বাহী সদস্য প্রস্তাবটির পক্ষে অবস্থান নেবেন। তবে উয়েফার ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটিতে তুরস্কের সভাপতি হাজিওসমানওগলু নেই। সেখানে আছেন ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোশে জুয়ারেস, যিনি চলতি বছরের এপ্রিলে নির্বাচিত হয়েছেন।

ফিফার রাজনৈতিক প্রেক্ষাপট
অন্যদিকে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে অনেকেই মনে করছেন, ইসরায়েলকে নিষিদ্ধ করার প্রস্তাবে ফিফার সমর্থন পাওয়া কঠিন হবে।

👉 সামগ্রিকভাবে, তুরস্কের এই পদক্ষেপ আন্তর্জাতিক ফুটবলে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে তুলতে পারে। এখন দেখার বিষয়, উয়েফা ও ফিফা কীভাবে এই দাবির প্রতি সাড়া দেয়।

  • শেয়ার করুন