৯ বছর পর আবার জামায়াতের লোগো পরিবর্তন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫

  • শেয়ার করুন

৯ বছর পর আবারও লোগো পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের সময় দলের আমির ডা. শফিকুর রহমানের পেছনে নতুন লোগোটি প্রথমবারের মতো সামনে আসে।

নতুন লোগোর নকশা

নতুন লোগোতে সবুজ পতাকার ভেতরে কিতাবের ওপর উদীয়মান সূর্য অঙ্কিত হয়েছে। সূর্যের ওপরে রয়েছে একটি কলম, যা দলের প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ-বৃত্ত যুক্ত করা হয়েছে, যা প্রবেশদ্বারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।

অতীতের লোগো পরিবর্তন

এর আগে ২০১৬ সালে জামায়াত লোগো পরিবর্তন করে। ওই সময় গম্বুজের ভেতরে “আল্লাহ” শব্দের মাঝে দাঁড়িপাল্লার প্রতীক এবং নিচে “আকিমুদ দ্বীন” (দ্বীন কায়েম কর) লেখা ছিল। পরবর্তীতে ২০১৬ সালের ৭ জুন দলটি বাংলাদেশের পতাকার আদলে লাল-সবুজ আকারে একটি লোগো চালু করে। সেখানে উপরের লাল অংশে লেখা ছিল “বাংলাদেশ” এবং নিচের সবুজ অংশে লেখা ছিল “জামায়াতে ইসলামী।” তবে সেটিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ব্যবহার নিয়ে বিভ্রান্তি

জামায়াতের নেতা-কর্মীদের দাবি, ২০১৬ সালের লোগোটি কিছুদিন সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যবহার হলেও সভা-সমাবেশ বা গণমাধ্যমে আগের লোগোটিই ব্যবহৃত হতো। সামাজিকমাধ্যমে দলীয় সমর্থকরা ধূসর ও সবুজ রঙের আরেকটি লোগো ব্যবহার করলেও তা দলের পক্ষ থেকে অনুমোদিত ছিল না।

নতুন লোগো নিয়ে অবস্থান

রোববার প্রকাশিত নতুন লোগোও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। জামায়াত নেতারা জানিয়েছেন, সামাজিক মাধ্যমে আলোচনা ছড়িয়ে পড়ায় আগামী কয়েকদিনের মধ্যে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, “বেশ কয়েকটি লোগোর নকশা প্রাথমিকভাবে তৈরি করা হয়েছে। কোন লোগোটি ব্যবহার করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

  • শেয়ার করুন