শেখ হাসিনার জন্মদিনে টিএসসিতে কেক কেটে খাওয়ানো হলো কুকুরকে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫

  • শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের পরে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯ তম জন্মদিন উপলক্ষে কেক কেটে কুকুরকে খাইয়ে উদযাপন করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে এ অভিনব কর্মসূচি পালন করে ‘দ্য রেড জুলাই।’

এ সময় তারা ‘শুভ শুভ শুভদিন’, খুনী হাসিনার জন্মদিন’, ‘খুনী হাসিনার দুই গালে, ‘জুতা মারো তালে তালে’ ইত্যাদি স্লোগান দেন।

তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুহাজারেরও অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছিলো শেখ হাসিনা। বিগত ১৭ বছরের অপশাসনের মাধ্যমে এদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। এজন্য কুকুরকে কেক খাইয়ে তার জন্মদিন উদযাপনের মাধ্যমে মূলত প্রতিকীভাবে তার অপশাসনকে ব্যঙ্গ করে করা হয়েছে।

  • শেয়ার করুন