প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫
অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে কলম্বিয়ার দুই নাগরিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটককৃতরা হলেন ম্যানুয়েলা বেদোয়া এবং লুনা বারেতো।
গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে জানানো হয়, ফ্লোটিলা গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরের একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছালে ইসরায়েলি সামরিক বাহিনী অবৈধভাবে নৌযানগুলো আটক করে এবং বেশ কয়েকজনকে হেফাজতে নেয়।
ঘটনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সতর্কবার্তা দিয়ে বলেন, “যদি এই প্রতিবেদনগুলো সত্য হয়, তবে এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আরেকটি নতুন আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য হবে।”
এর আগে চলতি সপ্তাহেই পেত্রো ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের ঘোষণা দেন। তিনি ইতোমধ্যেই ২০২৪ সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। সর্বশেষ ঘটনায় তিনি কলম্বিয়ায় অবস্থানরত অবশিষ্ট ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধিদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া প্রেসিডেন্ট পেত্রো জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি আদালতসহ আন্তর্জাতিক বিভিন্ন আদালতে মামলা দায়েরের পদক্ষেপ নেবে। একই সঙ্গে, কলম্বিয়ার আইনি দলকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।