প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫
দীর্ঘ দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ফিলিস্তিনজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের বন্যা। এই আনন্দের বিশেষ প্রকাশ দেখা গেছে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে।
রয়া নিউজের তথ্যমতে, যুদ্ধ বন্ধের খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বহু ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদের আঙিনায় সমবেত হন। তারা একে অপরের মধ্যে মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবার বিতরণ করে এই স্বস্তির মুহূর্তটি উদযাপন করেন। তাদের চোখেমুখে ফুটে ওঠে উচ্ছ্বাস, স্বস্তি ও দীর্ঘ প্রতীক্ষিত শান্তির আনন্দ।
দীর্ঘদিন ধরে চলা এই ভয়াবহ যুদ্ধে গাজার লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। নবঘোষিত যুদ্ধবিরতি চুক্তিতে জিম্মি মুক্তি ও মানবিক সহায়তা প্রবেশের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে, এটি শুধু যুদ্ধের অবসান নয়— বরং ফিলিস্তিনিদের জন্য এক বড় কূটনৈতিক বিজয় এবং ঐক্যের প্রতীক।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনিরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদে অংশ নেন এবং একে অপরকে মিষ্টি বিতরণ করে শান্তির এই নতুন অধ্যায়কে স্বাগত জানান।