ইসরায়েলের কারাগার থেকে মুক্ত শহিদুল আলম, তুরস্কে পৌঁছেছেন

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫

  • শেয়ার করুন

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম। শুক্রবার বিকেলে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ইস্তাম্বুলে অবতরণ করেন।

শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ ও গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার দাবিতে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামে একটি আন্তর্জাতিক উদ্যোগ গাজামুখী নৌযাত্রা শুরু করেছিল। একই উদ্দেশ্যে আত্মপ্রকাশ করা ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের আটটি নৌযানসহ মোট নয়টি নৌযান এই বহরে অংশ নেয়। বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা এই অভিযানে যুক্ত ছিলেন।

গত বুধবার ওই নৌবহরে ইসরায়েলি বাহিনীর আক্রমণের পর শহিদুল আলমসহ সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে ইসরায়েলি সেনারা। পরবর্তীতে আলোচনার মাধ্যমে শহিদুল আলমকে মুক্তি দেওয়া হয় এবং তিনি তুরস্কে পৌঁছান।

তাঁর নিরাপদ মুক্তি ও প্রত্যাবর্তনে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে স্বস্তি প্রকাশ করেছেন সহকর্মী, মানবাধিকারকর্মী ও শুভানুধ্যায়ীরা।

  • শেয়ার করুন