গাজার ধ্বংসস্তূপে আবেগঘন পুনর্মিলন: এক বছর পর যমজ ভাইয়ের দেখা

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

  • শেয়ার করুন

গাজার দীর্ঘ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যেও এক হৃদয়স্পর্শী মানবিক মুহূর্ত ছুঁয়ে গেছে সারা বিশ্বের মানুষকে। বোমার শব্দ, ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর আহাজারির মাঝেও জন্ম নিয়েছে আশার এক গল্প—এক বছর পর পুনর্মিলিত হয়েছে ফিলিস্তিনি যমজ দুই ভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার রাস্তায় দুই ভাইয়ের আবেগঘন পুনর্মিলনের দৃশ্য। জানা যায়, গত বছরের ভয়াবহ সংঘাতের সময় বিশৃঙ্খলার মধ্যেই তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরিবারের একাংশ দক্ষিণ গাজার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়, অন্যজন উত্তর গাজার এক আত্মীয়ের বাড়িতে আটকা পড়ে। এরপর থেকে তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না।

সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যখন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মাঝে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেন, তখনই যমজ ভাইদের দেখা হওয়ার সুযোগ তৈরি হয়। ভিডিওতে দেখা যায়, দূর থেকে একে অপরকে চিনে নিয়ে তারা দৌড়ে এসে আলিঙ্গন করে কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘ এক বছর পর ভাইকে ফিরে পাওয়ার আনন্দে তাদের চোখ ভরে ওঠে অশ্রুতে—যেখানে মিশে ছিল বেঁচে থাকার যন্ত্রণা ও পুনর্মিলনের সুখ।

তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে আশপাশের উপস্থিত মানুষরাও আবেগাপ্লুত হয়ে পড়েন। গাজার ধ্বংসস্তূপের মাঝে যমজ দুই ভাইয়ের সেই আলিঙ্গন এখন মানবতার অটুট বন্ধন ও আশার প্রতীক হয়ে উঠেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে।

  • শেয়ার করুন