প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫
গাজায় চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর নতুন করে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (১১ অক্টোবর) ভোরে পরিচালিত এ হামলায় অন্তত একজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের সাম্প্রতিক এই হামলাকে লেবাননের প্রেসিডেন্ট বেসামরিক অবকাঠামোর ওপর “নির্লজ্জ আগ্রাসন” হিসেবে আখ্যা দিয়েছেন।
হামলাটি ঘটে দক্ষিণ লেবাননের মিসাইল গ্রামে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে একটি ভারী অস্ত্রাগারের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়, যাতে আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। হামলার সময় একটি যাত্রীবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হলে এক সিরীয় নাগরিক নিহত এবং কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী বৈরুত এবং এর দক্ষিণাঞ্চলের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানকে উড়তে দেখা গেছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওন এক বিবৃতিতে বলেছেন, “গাজায় যুদ্ধবিরতি নস্যাৎ করার উদ্দেশ্যে ইসরায়েল দক্ষিণ লেবাননের বেসামরিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে।” তিনি আরও বলেন, “যুদ্ধবিরতির প্রচেষ্টা চলাকালীন এই ধরনের হামলা আন্তর্জাতিকভাবে নিন্দনীয়।”
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের হামলা হিজবুল্লাহর অস্ত্রাগার ও অবকাঠামো পুনর্গঠনের প্রচেষ্টা রোধ করার উদ্দেশ্যে চালানো হয়েছে। ইসরায়েলি সেনাদের ভাষ্যমতে, হিজবুল্লাহর সীমান্তবর্তী কর্মকাণ্ড প্রতিহত করতে এসব অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা