আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে নারী সাংবাদিকদের বাদ দেওয়ায় বিতর্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

  • শেয়ার করুন

নয়াদিল্লি: আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বৃহস্পতিবার এক সপ্তাহের সরকারি সফরে ভারতে পৌঁছান। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে দেখা যায়— উপস্থিত ছিলেন শুধুমাত্র পুরুষ সাংবাদিক। কোনো নারী সাংবাদিককে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ ওঠেছে।

সংবাদ সম্মেলনে প্রবেশের সময় বাধা দেওয়া হয়েছিল কয়েকজন নারী সাংবাদিককে। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা উল্লেখ করেন, সমস্ত নারী সাংবাদিকই প্রয়োজনীয় পোশাকবিধি মেনে চলছিলেন।

ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের প্রতি বৈষম্য সহ্য করার বার্তা দিচ্ছেন। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও প্রধানমন্ত্রীকে ট্যাগ করে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এবং তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্রও কেন্দ্রের সমালোচনা করেন।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনের জন্য আমন্ত্রণপত্র আফগান কনসাল জেনারেলের নির্বাচিত সাংবাদিকদের পাঠানো হয়েছিল এবং ওই দূতাবাস এলাকা ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন নয়। পররাষ্ট্রমন্ত্রণালয় আশা করছে, এই ঘটনার দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

আফগানিস্তানে নারীর অধিকার সীমিত করার তালেবান নীতির প্রেক্ষাপটে, ভারতের মাটিতেও নারী সাংবাদিকদের বাদ দেওয়া নিয়ে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

  • শেয়ার করুন