গ্যাসলাইনের লিকেজে বিস্ফোরণ, ভাইবোনের মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

  • শেয়ার করুন

কোম্পানীগঞ্জে গ্যাসলাইনের লিকেজ থেকে ঘটিত বিস্ফোরণে দগ্ধ দুই ভাইবোন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বোনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার একই হাসপাতালে ছোট ভাইও মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত ৯টার দিকে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন হাসপাতাল রোডের রাহাত মঞ্জিলের ভাড়া বাসায় এই বিস্ফোরণ ঘটে। ওই সময় পরিবারের সদস্যরা দুর্গাপূজার অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ গ্যাসলাইনের পাইপ ফেটে ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। নিহত শিশুরা হলেন—বড় মেয়ে ঐর্দিকা চন্দ্রনাথ (৮) এবং ছেলে তূর্য চন্দ্রনাথ (৪)। তাদের শরীরের প্রায় ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। শিশুর বাবা কুমোদ চন্দ্রনাথ জানান, দগ্ধ স্বামী-স্ত্রীরাও ছিলেন, কিন্তু তাদের দগ্ধের পরিমাণ ২০ শতাংশের কম। ঘটনার রাতেই ঐর্দিকা ও তূর্যকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৯ অক্টোবর সন্ধ্যা ৭:৩০ মিনিটে তূর্য মারা যান, এবং শনিবার দুপুরে ঐর্দিকাও মৃত্যু বরণ করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, বিষয়টি নজরে এসেছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

  • শেয়ার করুন