প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় চালানো সহিংসতা বন্ধ করে আত্মসমালোচনামূলক নীতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, ইসরায়েলের অবশ্যই নিজেদের আত্মসচেতন হতে হবে এবং গাজায় চালানো গণহত্যা ও হত্যাযজ্ঞের স্থায়ী অবসান ঘটাতে হবে।
শনিবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে দেওয়া এক ভাষণে এরদোয়ান আরও বলেন, তার দেশ যেকোনো উদ্যোগকে সমর্থন করবে যা গাজায় শান্তি প্রতিষ্ঠা ও হত্যাযজ্ঞ বন্ধের লক্ষ্যে নেওয়া হবে।
এরদোয়ান আশা প্রকাশ করে বলেন, “ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান এই যুদ্ধবিরতি গাজা ও ফিলিস্তিন ভূখণ্ডে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, “ইসরায়েলকে অবশ্যই দেওয়া কথার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তাদের আক্রমণাত্মক নীতি শুধু নিরীহ নাগরিকদের নয়, বরং নিজেদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে।”
তুরস্কের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, “গত দুই বছর ধরে গাজায় চলমান গণহত্যা ও হত্যাযজ্ঞের স্থায়ী সমাপ্তির লক্ষ্যে নেওয়া যেকোনো আন্তর্জাতিক পদক্ষেপে তুরস্ক পূর্ণ সমর্থন দেবে।”
সূত্র: বিবিসি/আরএসএপিএল