প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেতে যাওয়া ১,৯৬৬ জন ফিলিস্তিনি বন্দিকে বাসে তোলা হয়েছে বলে অপারেশনে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৫০ জন সন্ত্রাসী কার্যকলাপে দোষী সাব্যস্ত, যাদের পশ্চিম তীরের ওফার কারাগার থেকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে হামাস গাজায় আটক অবশিষ্ট জিম্মিদের হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের মুক্তি স্থগিত থাকবে।
আরবি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের একটি দল আজ একজন অসুস্থ নিরাপত্তা বন্দিকে স্থানান্তরের জন্য ওফার কারাগারে প্রবেশ করেছে।
এছাড়া যুদ্ধ চলাকালীন সময়ে গ্রেপ্তার হওয়া আরও ১,৭১৮ জন গাজার বন্দিকে দক্ষিণ ইসরায়েলের কেৎজিওত কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তাদের গাজা উপত্যকার নাসের হাসপাতালে নেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
রয়টার্সের প্রকাশিত ফুটেজে দেখা গেছে, নাসের হাসপাতালে কালো পোশাক পরা ও মুখ ঢাকা প্রায় এক ডজন সশস্ত্র ব্যক্তি—যাদের হামাসের সশস্ত্র শাখার সদস্য বলে ধারণা করা হচ্ছে—এবং বিপুল সংখ্যক স্থানীয় মানুষ মুক্তিপ্রাপ্ত বন্দিদের স্বাগত জানাতে জড়ো হয়েছেন।