সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সীমান্তে নিয়মিত টহলরত অবস্থায় এই মাইন বিস্ফোরণ ঘটে। আহত নায়েক আক্তার হোসেনকে দ্রুত রামু সিএমএইচে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা ১২ মিনিটে বিজিবির নিজস্ব হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর চলমান সংঘর্ষের কারণে মাইন বিস্ফোরণের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তে টহলরত সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • শেয়ার করুন