প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বনেতারা যখন মিশরে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এ একত্রিত হন, সেই সময় আলোচনার ফাঁকে ভিন্নধর্মী এক বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ধূমপান ত্যাগে উৎসাহিত করার প্রস্তাব দেন।
তুর্কি সংবাদ সংস্থা ইহলাস নিউজ এজেন্সি সম্প্রচারিত এক ফুটেজে দেখা যায়, এরদোয়ান মেলোনিকে বলেন, “আমি আপনাকে বিমান থেকে নামতে দেখেছি, দারুণ লাগছিল। তবে আপনার ধূমপান বন্ধ করা উচিত।”
এসময় উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এরদোয়ানের মন্তব্য শুনে তিনি হাসতে হাসতে বলেন, “এটা অসম্ভব!” জবাবে মেলোনি রসিকতার সুরে বলেন, “ধূমপান ছেড়ে দিলে আমি হয়তো কম সামাজিক হয়ে যাব। আমি জানি, জানি—আমি কাউকে হত্যা করতে চাই না।”
এর আগে একাধিক সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে প্রকাশিত নিজের একটি বইতে মেলোনি স্বীকার করেছিলেন যে, ধূমপান কখনও কখনও তাকে বিশ্বনেতাদের সঙ্গে সম্পর্ক গড়তে সহায়তা করেছে—যার মধ্যে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদও আছেন।
অন্যদিকে, প্রেসিডেন্ট এরদোয়ান দীর্ঘদিন ধরেই তুরস্ককে ধূমপানমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে আসছেন এবং তামাকবিরোধী নীতিকে তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছেন।
সূত্র: এনডিটিভি