পিরোজপুরে জামায়াত প্রার্থী শামীম সাঈদী: “অল্প খরচে নির্বাচন চাই বলেই পিআর পদ্ধতির দাবি”

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

  • শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি │ ১৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাকা-পয়সার অপব্যবহার না করে অল্প খরচে সুষ্ঠু নির্বাচন চায় বলেই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির দাবি জানাচ্ছে বলে জানিয়েছেন পিরোজপুর-২ আসনে দলটির মনোনীত প্রার্থী শামীম সাঈদী।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শহরের টাউন ক্লাব রোডে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ বক্তব্য দেন।

শামীম সাঈদী বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী লেভেল প্লেয়িং ফিল্ড চায়, যাতে প্রত্যেক নাগরিক তার ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে। আমরা কোনো ষড়যন্ত্র বা নির্বাচন বানচালের পথে নেই, বরং গণতন্ত্র ও নির্বাচনের পক্ষে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা সেই সোনার বাংলা গড়তে পারিনি, যার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। বারবার শাসকগোষ্ঠী দেশের জনগণকে শোষণ ও নির্যাতন করেছে। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পতন ঘটেছে—এটাই প্রমাণ করে জনগণ এখন জেগে উঠেছে।”

জামায়াত নেতা জানান, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল ৩০০ আসনে প্রার্থী দিতে পারেনি, অথচ জামায়াতে ইসলামী পূর্ণ প্রস্তুতি নিয়ে ৩০০ আসনেই প্রার্থী দিচ্ছে। তিনি বলেন, “নির্বাচনমুখী দল হয়েও আমরা চাই সব নিবন্ধিত ও অনিবন্ধিত দল যেন তাদের মতামতের মূল্যায়ন পায়—এ কারণেই আমরা পিআর পদ্ধতির কথা বলছি।”

জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, শেখ আব্দুর রাজ্জাক এবং জেলা পেশাজীবী শাখার সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।

  • শেয়ার করুন