শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে, পাশাপাশি আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। দুপুর ২টা ৩০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরে পর্যায়ক্রমে মোট ৩১টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিকেল সোয়া ৪টার দিকে জানান, “আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩১টি ইউনিট কাজ করছে। আরও ৫টি ইউনিট পথে রয়েছে।”

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ বলেন, “বিমানবন্দরের কার্গো এলাকায় দুপুর ২টা ১৫ মিনিটে হঠাৎ আগুন লাগে। খবর পাওয়ার পর বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”

তিনি আরও জানান, আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, “প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয়।”

আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অগ্নি নির্বাপণে বাংলাদেশ ফায়ার সার্ভিস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাহিনী ও নৌবাহিনীর সদস্যরা একযোগে কাজ করছে।

আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন বলেন, “দুপুর ১২টার দিকে আমরা আমাদের আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রাখি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।”

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

👉 শেষ খবর পর্যন্ত, ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।

  • শেয়ার করুন