প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৫
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে এই সাক্ষাৎ ও দোয়া বিনিময় অনুষ্ঠিত হয়।
জামায়াত সেক্রেটারি জেনারেলের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, “সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং ২০২১ সালের মার্চ মাসের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের নিকট চেক বিতরণ অনুষ্ঠানের পর মিয়া গোলাম পরওয়ার হেফাজতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।”
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি ছিল শাপলা চত্বরের হত্যাকাণ্ড। আর ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থান ছিল ওইসব অন্যায়েরই বহিঃপ্রকাশ।”