প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫
সাত ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। শনিবার দুপুর ২ টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর রাত ৯টা ২৮ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
সাত ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন। শনিবার দুপুর ২ টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর রাত ৯টা ২৮ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।
রাত নয়টার দিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করা হয়েছে।