প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-২ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতি করে। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়। আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাঁর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির উদ্যোগে আটটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা কর্মসূচি আগামীর সুন্দর দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বেহাল রাস্তাঘাটের কথা উল্লেখ করে তিনি বলেন, “এম ইলিয়াস আলী এমপি থাকাকালে বিশ্বনাথ-ওসমানীনগর এলাকায় ব্যাপক উন্নয়ন করেছিলেন। কিন্তু গত ১৭ বছরেও আওয়ামী লীগ সরকার সেই সড়কগুলো সংস্কার করেনি। ইতোমধ্যে রাস্তার তালিকা পাঠানো হয়েছে, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে বিশ্বনাথে ছয়টি ও ওসমানীনগরে চারটি সড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, বাকিগুলোরও কাজ শিগগির শুরু হবে।”
সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে এবং অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।
জনপ্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলামসহ ইউপি সদস্য ও স্থানীয় নেতারা।