প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫
ফরিদপুর প্রতিনিধি │ বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, যারা ৫০ বছর ধরে নৌকায় ভোট দিয়ে আসছেন, তারাও গত ১৭ বছর নৌকায় ভোট দিতে পারেননি। তিনি বলেন, “গত ১৭ বছর আওয়ামী লীগের যারা নৌকায় ভোট দিতে পারেননি, আমরা যদি তাদের পাশে দাঁড়াই তাহলে নৌকার ভোটও এবার ধানের শীষ পাবে।”
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী শহীদ মারুফ শেখের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আমাদের সভ্যভাবে কাজ করতে হবে। আমরা যদি অপকর্মে জড়াই, তাহলে আমাদের আর ফ্যাসিবাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সুতরাং নিজেদের আগে আত্মশুদ্ধি করতে হবে। আগে আমাদের ভালো হতে হবে, তারপর অন্যদের ভালো পরামর্শ দিতে হবে। আপনারা সৎ থাকুন এবং চারপাশের মানুষকেও সৎ থাকতে উৎসাহ দিন।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল—যারা গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে, তা বিএনপির হাত ধরেই। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। দেশের মানুষ আর ভোট বঞ্চিত হোক, এটা আমরা চাই না।”
আওয়ামী লীগ সরকারের আমলে হরতাল চলাকালে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ শেখের স্মৃতিচারণা করে তিনি বলেন, “শহীদ মারুফের মতো ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। শহীদদের ত্যাগকে কাজে লাগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে। আমরা মারুফের মতো সাহসী ভাইকে হারিয়েছি—এই শূন্যতা পূরণ হওয়ার নয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আছাদ এবং যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।