প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা, ২৬ অক্টোবর: আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে খুলনা বিভাগের ৩৬টি আসনের মনোনয়নপ্রত্যাশী নেতাদের ঢাকায় ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

জানা গেছে, ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আগামীকাল সোমবার বিকেলে খুলনা বিভাগের ১০ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকটি অনুষ্ঠিত হবে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। ইতোমধ্যে সকল মনোনয়নপ্রত্যাশীকে ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়ে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত সমকালকে বলেন, “নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রতিটি বিভাগের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে কথা বলছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ রোববার চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক রয়েছে। সোমবার খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে নির্বাচনী বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তারেক রহমান।”

সূত্রের খবর, শুক্রবার রাত থেকে খুলনা বিভাগের সকল মনোনয়নপ্রত্যাশীকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে। নবীন ও প্রবীণ সব নেতা অংশগ্রহণ করছেন। কিছু নেতা আজ রোববার রাতেই ঢাকায় পৌঁছাবেন।

  • শেয়ার করুন