রংপুরে জাতীয় পার্টির শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

  • শেয়ার করুন

রংপুরে জাতীয় পার্টির (জাপা) শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর গুপ্তপাড়ায় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় শামসুজ্জামান শামু ও উপস্থিত বিএনপি নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে ছিলেন—মেকুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাদা মিয়া, রংপুর মহানগর ৩৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইউনুস আলী, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুল, সহ-সভাপতি দুদা মিয়া ও আহিয়াত, সাংগঠনিক সম্পাদক আহিয়ার রহমান, রফিকুল ইসলাম, জাহিদুল, মহব্বত আলী, মুকুল, লুতফর, সামসুল, শহিদুল ইসলাম, রাসেল, দেলোয়ারসহ আরও অনেকে।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, রংপুর দীর্ঘদিন অবহেলিত ও বঞ্চিত ছিল। জাতীয় পার্টি শুধু শোষণ করেছে, উন্নয়নের কোনও বাস্তব চিত্র নেই। এখন সময় এসেছে রংপুরবাসীর প্রকৃত উন্নয়নের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাভলু, জামিল খান, শামসুদ্দোহা সাজু, সাবেক তামপাট ইউনিয়নের হাসান আলী মিয়া, ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া, ১৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন পলাশ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আসিফুল ইসলাম, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

  • শেয়ার করুন