বিএনপির কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে যুবক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫

  • শেয়ার করুন

গভীর রাতে হেলমেট পড়ে এসে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখে পালিয়েছে দুই যুবক। সোমবার দিবাগত রাত অনুমান আড়াইটার পর চট্টগ্রামের পটিয়ায় এমন ঘটনা ঘটেছে। তবে পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি।

পটিয়া কলেজ গেইটের পাশে বিএনপির কার্যালয়ের সিঁড়ি গোড়ার দেয়ালে ‘জয় বাংলা শেখ হাসিনা’ লিখা হয়। একইভাবে পটিয়া পৌরসভা বিএনপি নেতা গাজী আবু তাহেরের মুন্সেফ বাজার এলাকার বাসভবনের দেয়ালে, পৌর বিএনপি নেতা তৌহিদুল ইসলামের সুচক্রদন্ডী এলাকার বাড়ির দেয়ালসহ বিভিন্ন দেয়ালে দেয়ালে এ চিকা মারে। বিএনপির দলীয় কার্যালয়ে জয় বাংলা চিকা দেখে সাধারণ মানুষ বিস্মিত। এ খবর ছড়িয়ে পড়ার পর দুপুরে পটিয়া পৌরসভা যুবদল নেতা হাবিবুর রহমান রিপনের নেতৃত্বে একটি টিম ভিন্ন রং দিয়ে দেয়ালের চিকা মুছে ফেলে।

পটিয়া পৌরসভা যুবদল নেতা হাবিবুর রহমান রিপন জানান, হেলমেট পড়ে দুই যুবক বিএনপির কার্যালয়ের সিঁড়ির দেয়ালসহ কয়েকজন নেতার বাসভবনের দেয়ালে জয় বাংলা শেখ হাসিনা লিখে পালিয়েছে। হেলমেট পড়ে আসা দুই যুবকের সিসি টিভির ফুটেজ সংগহ করেছে। এর আগেও আওয়ামী লীগের এ চক্রটি পটিয়া ইন্দ্রপুলের ডিভাইডারে একই লেখা লিখেছিল। দিনের আলোতে সাহস পাইনা এসব চিমা মারে।

পটিয়া থানার ওসি মো: নুরুজ্জামান বলেন, পটিয়া বিএনপির অফিসে জয় বাংলা চিকার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে৷ বিএনপির পক্ষ থেকে লিখিত কোন অভিযোগ করেনি। জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছেন বলে ওসি জানান।
ns/coll

  • শেয়ার করুন