প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫
                        আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩২ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, আগামী নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩টি আসনে অংশ নেবেন। এগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১টি আসনে অংশ নেবেন, সেটি হলো বগুড়া-৬। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-১৪ আসনে মায়ের ডাকের সানজিদা তুলি নির্বাচন করবেন।
বিএনপির ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থী কারা, তালিকা দেখুন এখানে
পঞ্চগড়-১ ব্যারিস্টার মোহম্মদ নওশাদ জমির
পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ
ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও-২ সিদ্ধান্ত নেয়নি
ঠাকুরগাঁও-২ মোঃ জাহিদুর রহমান জাহিদ
দিনাজপুর-১  মোঃ মনজুরুল ইসলাম
দিনাজপুর-২ মোঃ সাদিক রিয়াদ
দিনাজপুর-৩ খালেদা জিয়া
দিনাজপুর-৪ চার মোঃ আক্তারুজ্জামান মিয়া
দিনাজপুর-৫ হোল্ড করা হয়েছে
দিনাজপুর-৬ অধ্যাপক এজেড এম জায়েদ হোসেন 
নীলফামারী-১ হোল্ড করা হয়েছে
নীলফামারী-২ এএইচএম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল
নীলফামারী-৩ হোল্ড করা হয়েছে
নীলফামারী-৪ মোহম্মদ আব্দুল গফুর সরকার
খুলনা ১, হোল্ড করা।
খুলনা ২, নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা ৩, রকিবুল ইসলাম বকুল।
খুলনা ৪, আজিজুল বারি হেলাল।
খুলনা ৫ আলী আজগর লবি।
খুলনা ৬, মনিরুল হাসান বাপ্পি।
বিস্তারিত আসছে…