প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫
রাতভর তল্লাশি অভিযান চালিয়েও রূপসা ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মহিদুল হক মিঠুর সন্ধান মেলেনি। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নৌ পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
নিখোঁজ মিঠু রূপসা উপজেলার তালিমপুর গ্রামের মৃত মাহমুদুল ইসলামের ছেলে। খুলনা মহানগরীর সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে এডমিন অফিসার পদে চাকরি করতেন।
রবিবার রাতে অফিস করে বাসায় করেছিলেন মহিদুল হক মিঠু। রাত ১১টার দিকে রূপসাঘাট পার হওয়ার সময় পূর্ব প্রান্তে ট্রলার ভেড়ানোর সময় ট্রলার মাঝি খুব স্পিডে চালিয়ে এসে আকস্মিক মোড় নেয়। এতে ঝোক সামলাতে না পেরে কয়েকজন যাত্রী পানিতে পড়ে যায়। যাত্রীদের অনেকেই নদী থেকে উঠতে পারলেও মিঠু তলিয়ে যায়। খবর পেয়ে পূর্ব রূপসা বাস স্ট্যান্ড ফাঁড়ি পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী রাতভর তল্লাশি অভিযান চালায়। সকাল ৭টা থেকে যুক্ত হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দলের তল্লাশি অভিযান।
খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার শফিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের টিম এই তল্লাশি অভিযান চালাচ্ছে।
বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল। এদিকে তার পরিবারের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। তল্লাশি অভিযান দেখতে রূপসা ঘাটের পূর্বপাড়ে অসংখ্য মানুষের ভিড় জমেছে