প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মুগ্ধের ভাই মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, ‘যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন ‘শেখ শেখ’ মুখ দিয়ে বের হবেই। মঙ্গলবার (১১ অক্টোবর) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে তিনি বলেন, ‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরং বাংলাদেশের সকল সাধারণ মানুষের, বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে এমন সকল পরিবারের। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসির দড়িতে না ঝোলানো হচ্ছে, ততদিন সকাল-বিকেল, স্বজ্ঞানে কিংবা ঘুমের স্বপ্নেও এই হাসিনার নাম মাথায় ঘুরবে।
তিনি আরও বলেন, যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন — তা কেবল ঘৃণা থেকেই আসে। এই খুনি শেখ হাসিনা যতদিন ফাঁসির দড়িতে না ঝুলছে, ততদিন শান্তি নেই। শেখ শেখ মুখ দিয়ে বের হবেই যতদিন না পর্যন্ত ফাঁসিতে ঝুলানো হচ্ছে এই স্বৈরাচার শেখ হাসিনাকে
এর আগে, গতকাল রবিবার দুপুরে বগুড়ার বক্তব্য দেওয়ার সময় তিনি বেগম খালেদা জিয়া বলার শুরুতে শেখ শব্দ উচ্চারণ করেন। এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।