প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে।
রোববার (১০ নভেম্বর ২০২৫) রাতে সদর থানা-পুলিশ আর্কেডিয়া আবাসিক, আরাফাত ইন্টারন্যাশনাল আবাসিক ও হোটেল মৌসুমী আবাসিকে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—ইসমাইল খান (৭০), জুম্মান (২৩), আনিশা তাসনিম (৩০), রেশমা ইসলাম (৩০), নাসরিন আক্তার (৩০), রাবেয়া খাতুন (২২), লিমা বেগম (২৩), নুসরাত আক্তার মীম (১৯), মোস্তফা মল্লিক (২০), রাবেয়া (৩০), জীবন কর্মকার (৪০), শরিফুল মীর (৩৫), শ্রাবন্তী মন্ডল (২৫), মনিরা বেগম (৩০), শারমিন আক্তার (৩০) ও শিলা বেগম (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসব স্থানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কেএমপি সূত্র।