প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫
খুলনা নগরীর ময়লাপোতা, ডাকবাংলা, শিববাড়ি, সোনাডাঙ্গা, দৌলতপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃহস্পতিবার সকাল থেকে সাধারণ জনজীবন স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো দৃশ্যমান প্রভাব এলাকায় পড়েনি। সড়কে যান চলাচল স্বাভাবিক, দূরপাল্লার বাস, রেল ও নৌপথ—সব ধরনের পরিবহন ব্যবস্থাই চালু আছে।
শহরের বাজার-দোকানপাটও খোলা রয়েছে। ব্যবসায়ী ও পথচারীরা জানান, সকালে কিছুটা শঙ্কা থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
লকডাউন প্রতিরোধে খুলনার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের অতিরিক্ত টিম মোতায়েন করা হয়েছে। তাদের নিরাপত্তা বলয়ের কারণে এখন পর্যন্ত কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মোটের ওপর খুলনা নগরীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক—মানুষ তাদের দৈনন্দিন কাজকর্ম নির্বিঘ্নে সম্পন্ন করছে।