25.9 C
Khulna
Saturday, August 23, 2025

৪ আগস্ট খুলনার করনা শনাক্তদের এলাকাভিত্তিক তালিকা

আজ খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ ৪ আগষ্ঠ তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।
যার মধ্যে খুলনার ৪৯ জন।
খুলনার নমুনা ১৬৫ টি।
এই নিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪৭৫ জনে।এবং মৃত্যুবরণ করেছেন ৬৯ জন।মোট সুস্থতার ২৭৯০ জন।

এলাকাভিত্তিক:
বরুণ ডুমুরিয়া পুরুষ (৫০), দামোদর ফুলতলা পুরুষ (৩৬) (৫৭), আইসগাতে রুপসা মহিলা (৪৮), পুরুষ (৪৮), টুটপাড়া ১ জন মহিলা , স্কুল হেলথ ক্লিনিক পুরুষ ১ জন, জব্বার আলী সড়ক পুরুষ (৬৫), গোবরচাকা পুরুষ (৫০) ও (৩০) , সায়ার সরণি পুরুষ (৪৫), হাজেরা মেমোরিয়াল স্কুল রোড মহিলা ১ জন, সোনাডাঙ্গা পুরুষ ১ জন , মহেশ্বরপাশা পুরুষ (৪০), পাবলা মহিলা (৫৩) ও পুরুষ (৫৪) ,মুজগুনি পুরুষ (৪৮), গোয়ালখালী মহিলা (৩৬) এবং পুরুষ (৫৬), (৩৮), আজগারি মহিলা (৪২),(৩৯) মধ্যপাড়া রোড পুরুষ (৫৮), হাউজিংয়ে স্টেট পুরুষ ১ জন, ফুলবাড়িগেট পুরুষ ১ জন এবং মহিলা ১ জন, ১৭ নং তালতলা মহিলা ১ জন , শিরোমণি মহিলা ১ জন ও পুরুষ (২৪), খালিশপুর পুরুষ (৬২), গগনবাবু রোড মহিলা (৪৫),(২১),(২৬), ইকবাল নগর মহিলা (৯),(৩৩), সুন্দরবন গ্যাস কোম্পানি মহিলা (৩৮), এবং পুরুষ (৪২), বসুপাড়া পুরুষ(৫০), এবং সোনালী ব্যাংক অফিসার পুরুষ (৩৭), এবং ব্যাংক কলোনী পুরুষ ১ জন এবং KMCH পুরুষ দুইজন এবং নারী তিনজন, শের-এ-বাংলা রোড পুরুষ ১ জন, নিরালা মহিলা ১ জন, টুটপাড়া পুরুষ (৭২), ৮২_খান রোড ৭ নিরালা মহিলা ১ জন.

বাকিদের মধ্যে যশোরে ২ , বাগেরহাটে ৩ , সাতক্ষীরায় ২ ও নড়াইলে এক জনের করোনা শনাক্ত হয়।

ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।
শেয়ার করে সকলকে জানাই সুযোগ করে দিন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ