প্রকাশিত: আগস্ট ৫, ২০২০
আজ খুলনা মেডিকেল কলেজের RT- PCR ল্যাবে মোট ২০৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০১ জনের করোনা শনাক্ত হয়েছে।আজ ৫ আগষ্ঠ তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে।যার মধ্যে খুলনার ৮৮ জন।খুলনার নমুনা ২০৮ টি।
এই নিয়ে খুলনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫৬৩ জনে।
এবং মৃত্যুবরণ করেছেন ৭০ জন।মোট সুস্থতার ২৮৪৯ জন।
বাকিদের মধ্যে যশোরে ২ , বাগেরহাটে ৬ , সাতক্ষীরায় ১৩, ঝিনাইদহে ও মাগুরায় এক জনের করোনা শনাক্ত হয়।
ধন্যবাদ প্রতিদিন খুলনার সঙ্গে থাকার জন্য।
শেয়ার করে সকলকে জানাই সুযোগ করে দিন।