“সবই বানোয়াট”—কৃষ্ণ নন্দীর দাবি; কিন্তু যাচাই করা তথ্য বলছে ভিন্ন গল্প

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫

  • শেয়ার করুন

প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি ৫ ডিসেম্বর শুক্রবার নিজের ফেসবুকে খুলনা ১ আসনে জামাতের প্রার্থী কৃষ্ণ নন্দী কে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রদান করে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি, প্রতিদিন খুলনার পাঠকদের জন্য তার পোস্ট তুলে ধরা হলো—

“১ ডিসেম্বর ২০২৫ খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান — খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে মনোনীত হিসেবে ঘোষণা করেন।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের অত‍ি ঘনিষ্ঠ এই কৃষ্ণ নন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেলেন সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত।

প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণ নন্দীর উল্লেখযোগ্য তেমন কোন রাজনৈতিক কর্মকান্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সাথে কৃষ্ণ নন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে।

বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সাথে কৃষ্ণ নন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, যার প্রমাণ হিসেবে শিপন ও কৃষ্ণ নন্দীর কিছু ছবি (তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৩) হাতে এসেছে, যা জনগুরুত্ব বিবেচনায় প্রকাশ করা হলো। একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি’ সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও দাবি করেছে সূত্র।

এ বিষয়ে জানতে আমি সরাসরি আজ জনাব কৃষ্ণ নন্দীর সাথে কথা বলে তাঁর বক্তব্য ও সত্যতা জানতে চাই। কৃষ্ণ নন্দী জানান শিপন কুমার বসু’কে তিনি চেনেন না, তবে শিপন কুমার বসু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁর সম্পর্কে বানোয়াট গল্প রটাচ্ছে এবং এসব ছবি সবই এডিটেড। তিনি আরো দাবি করেন শিপন কুমার চাঁদা দাবি করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।

তবে প্রাথমিকভাবে সংযুক্ত এই তিনটি ছবির (এনক্রিপটেড এপ ব্যবহার করে পাঠানো ফাইল হওয়ায় মেটাডেটা পাওয়া সম্ভব হয়নি) ফরেন্সিক এনালাইসিস করে কোন ধরণের এআই ব্যবহার বা টেম্পারিং খুঁজে পাওয়া যায়নি। শিপন কুমার বসুর সাথে তোলা দুটি ছবিতে উল্লেখ করা সময় (১৫.০২.২০২৩) কৃষ্ণ নন্দী, ভারতে অবস্থান করছিলেন, ‍যা তাঁর ভ্রমণ সংক্রান্ত তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য ২০১৩ সাল থেকে অদ‍্যাবধি মোট ২২ বার তিনি ভারত গমন করেছেন।”

  • শেয়ার করুন