প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধকে নিয়ে বাণিজ্য করা হয়েছে, দেশের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। স্বাধীন বাংলাদেশ কিভাবে আগাবে তার চিন্তাভাবনা নাই।’
শনিবার (৬ নভেম্বর) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘ফ্রেশারস রিসেপশন ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করতে নতুন কলা ও বিজ্ঞান ভবনের মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দামের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আল মামুন রাসেল এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন সম্পাদক শরিফ মাহমুদ।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বর্তমান বাংলাদেশকে পরাধীন রেখে, একাত্তরের মুক্তিযুদ্ধকে বিকৃত করে করে এ দেশকে আগাতে দেয়নি, লুটপাট করেছে, সম্পদ পাচার করেছে, টাকার পাহাড় গড়েছে এসব ছিল তাদের চেতনার ব্যবসা। এই ব্যবসাটা টিকিয়ে রাখার জন্য একটা সম্প্রদায় এখন চেষ্টা করে যাচ্ছে।’
আলোচনায় আইনজীবী আল মামুন রাসেল দেশের উন্নয়ন ব্যাহত হওয়ার অন্যতম কারণ হিসেবে দুর্নীতিকে তুলে ধরে বলেন, ‘দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা রাজনৈতিক ব্যক্তিত্বের অভাব নেই; অভাব চরিত্রবান মানুষের।’
তিনি নবীনদের বিশেষ জ্ঞান অর্জন, নিয়মিত বই পড়া, কঠোর পরিশ্রম এবং দক্ষতা উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া নবীন শিক্ষার্থীরাও অভিজ্ঞতা শেয়ার করেন।
নবীন শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘অনুষ্ঠানটি খুবই গোছানো ছিল। আমরা ক্যারিয়ার ও একাডেমিক বিষয়ে মূল্যবান পরামর্শ পেয়েছি।’
আরেক শিক্ষার্থী আল আমিন বলেন, ‘বক্তারা বাস্তবভিত্তিক এবং দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আমাদের জন্য এটি খুবই সহায়ক হয়েছে।’
প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত এই ফ্রেশারস রিসেপশন ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীরা বিভিন্ন দিকনির্দেশনা, অভিজ্ঞতা ও পরামর্শ লাভ করেন।