প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫
খুলনা–মংলা সড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম সালমান (২৬) । তিনি শাহিদুলের ছেলে এবং খুলনা নগরীর ফুলবাড়ি গেট এলাকার বাসিন্দা। সালমান মংলা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে খুলনা–মংলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সালমান নিজস্ব মোটরসাইকেল নিয়ে খুলনা থেকে কর্মস্থল মংলা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।