ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫

  • শেয়ার করুন

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিশন। তারা হলেন— সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

এই দুইজন ছাড়াও আরো ৫ জনের বিরুদ্ধে অভিযোগ জমা দেওয়া হয়েছে। তারা হলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

  • শেয়ার করুন