প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন আলোচিত মডেল ও সমাজকর্মী মেঘনা আলম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি তার প্রার্থীতার বিষয়টি ঘোষণা করেন।
মেঘনা আলম বলেন, তিনি ঢাকা-৮ আসনকে নারীদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে এগিয়ে এসেছেন। তিনি জানান, এর আগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেকেই ‘দেশকে সিঙ্গাপুর বানানোর’ প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি মনে করেন, একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য দরকার এমন নেতৃত্ব, যার চিন্তাধারা, শিক্ষা, সামাজিক মেলামেশা এবং বৈশ্বিক প্রভাব রয়েছে।
মেঘনা আলম তার প্রার্থীতার উদ্দেশ্য তুলে ধরে আরও বলেন, ‘আমি সেই বাস্তব উদাহরণ (the real deal), যারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত পরিবর্তনের প্রতিনিধিত্ব করি।’বিশেষ করে ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি একটি আধুনিক সিসিটিভি ব্যবস্থাপনা চালু করার পরিকল্পনা করেছেন, যাতে পথে চলাচলরত নারী কেউ স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।
এছাড়া মেঘনা আলম জানান, তিনি এলাকার জন্য একটি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা তৈরি করতে চান, যাতে সাইকেল চালানো ও হাঁটা নিরাপদ এবং সুবিধাজনক হয়।
অন্যদিকে তিনি জনসাধারণের জন্য একটি স্বল্প ব্যয়ের পাবলিক ওয়াশরুম, গোসল, ব্রেস্টফিডিং এবং বাচ্চার ডায়াপার পরিবর্তনের জায়গা তৈরি করার প্রতিশ্রুতি দেন। এমনকি, কমিউনিটি লন্ড্রি সিস্টেম চালুর পরিকল্পনা নিয়েও কথা বলেন, যাতে এলাকার বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ পথচারীরা সহজেই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারেন।
এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে মেঘনা আলম বলেন, ‘আমার লক্ষ্য হলো ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া।’