তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে পোস্ট, পরে সরিয়ে নিলেন বিসিবি পরিচালক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬

  • শেয়ার করুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ মন্তব্য করে আলোচনা তৈরি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। ফেসবুকে দেওয়া সেই পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরে তা সরিয়ে ফেলেন তিনি।

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে তামিমের একটি মন্তব্যসংবলিত ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘এইবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।পোস্টটি দীর্ঘ সময় ধরে অনলাইনে থাকলেও গভীর রাতে সেটি মুছে ফেলা হয়। তবে এর আগেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

মূলত ভারতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ না করা এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে চলমান আলোচনার প্রেক্ষাপটে তামিম নিজের মতামত দেন। মিরপুরের সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।

তামিম বলেন, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। কোনো সন্দেহ নেই।’

নিজে বোর্ডে থাকলে কী ধরনের সিদ্ধান্ত নিতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যদি বোর্ডে থাকতাম, তাহলে আমার সিদ্ধান্ত হতো দেশের ভবিষ্যৎ ও সবকিছু চিন্তা করে। হুট করে একটা মন্তব্য করে দেওয়া জটিল।তবে এটা কথা মাথায় রাখতে হবে, অনেক সময় আলোচনা করে অনেক কিছু সমাধান করা যায়।’
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান এবং অর্থনৈতিক বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দেন সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, ‘আমাদের ৯০-৯৫ শতাংশ অর্থ কিন্তু আইসিসি থেকেই আসে। সবকিছু বিবেচনা করে যেটায় বাংলাদেশ ক্রিকেটের সহায়তা হবে, সেই সিদ্ধান্ত নিতে হবে।’

  • শেয়ার করুন