প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬
মাত্র একটি হাসপাতালেই গুলিবিদ্ধ হয়ে চোখে আঘাত পাওয়া অন্তত ৪০০ রোগীর চিকিৎসার তথ্য নথিভুক্ত করার দাবি করেছেন ইরানের রাজধানী তেহরানের একজন চক্ষু চিকিৎসক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে ইরানি কর্তৃপক্ষের অভিযানে বিপর্যস্ত চিকিৎসাকর্মীরা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন।গেল সোমবার (১২ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের কাছে পাঠানো বার্তায় তিনজন চিকিৎসক জানিয়েছেন, হাসপাতাল ও জরুরি বিভাগগুলো গুলিবিদ্ধ বিক্ষোভকারীতে উপচে পড়ছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলির আঘাত মূলত বিক্ষোভকারীদের চোখ ও মাথায় দেখা গেছে। ২০২২ সালের ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনের সময়ও একই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল বলে মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে।
তেহরানের একজন চিকিৎসকের দাবি, ‘নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে মাথা ও চোখ লক্ষ্য করে গুলি করছে। তারা মাথা ও চোখ ক্ষতিগ্রস্ত করতে চায়, যাতে মানুষ আর দেখতে না পারে। ২০২২ সালেও তারা ঠিক এটাই করেছিল।’বহু রোগীর চোখ অপসারণ করতে হয়েছে এবং তারা স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও জানান ওই চিকিৎসক।
দেশের মুদ্রার আকস্মিক দরপতনের প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ শুরু হয় গত ২৮ ডিসেম্বর। এরপর এটি বড় সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।
এই বিক্ষোভে ঠেকাতে গত বৃহস্পতিবার রাতে ইরানজুড়ে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে ইরানের জনগণ কার্যত বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্মম দমন অভিযান চালাচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)-এর দাবি, আন্দোলনে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের ৯০ শতাংশের বেশি বিক্ষোভকারী। একই সময়ে গ্রেফতার করা হয়েছে অন্তত ১৬ হাজার ৭০০ জনকে।