প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬
নির্বাচন কমিশন (ইসি) দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চাইলে রাজপথে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশন তাদের ব্যর্থতার প্রমাণ দিয়েছে অভিযোগ দলটির।তাদের মতে, যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিকদের বৈধতা দিতে চায়, তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামবে। এ লক্ষ্যে প্রয়োজনে নির্বাচন কমিশন পুনর্গঠন করে দেরিতে নির্বাচন আয়োজনের দাবি দলটির।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।তিনি বলেন, নির্বাচন কমিশন বিএনপিকে ফেভার দিচ্ছে। কমিশনের সামনে হয়রানির স্বীকার হচ্ছেন অভিযোগকারীরা। প্রার্থীদের এবং তাদের কর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন তাদের ব্যর্থতার প্রমাণ দিয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ প্রয়োজনে নির্বাচন কমিশন পুনর্গঠন করে দেরিতে নির্বাচন আয়োজনের দাবি জানান।
তিনি বলেন, ‘যদি প্রয়োজন হয় নির্বাচন কমিশন পুনর্গঠন করে, কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন…যেনতেন একটা নির্বাচন আয়োজনের চেয়ে সময় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি।’