Home খেলাধুলা আইপিএলে দল পেলেন লিটন

আইপিএলে দল পেলেন লিটন

0

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসরের নিলাম। সেখানে প্রথম দফার নিলামে অবিক্রীত থাকলেও দ্বিতীয় দফায় দল পেয়েছেন টাইগার লিটন কুমার দাস।
কোচিতে আইপিএল-এর মিনি অকশনে অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম ওঠে লিটনের। এবার এই ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যানের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৫০ লাখ ভারতীয় রূপি।

প্রথম দফায় তাকে নিয়ে আগ্রহ না দেখালেও দ্বিতীয় দফায় ভিত্তি মূল্যেই তাকে কিনে নেই কলকাতা নাইট রাইডার্স।
এর আগে সাকিব ছাড়াও প্রথম দফায় অবিক্রীত থাকে লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্মের পরে এবার কেকেআরএর জার্সিতে দেখা যাবে লিটনকে।

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিধ্বংসী ইনিংস খেলেন লিটন দাস। অ্যাডিলেইড ওভালে সেই ম্যাচে ওপেনিং করতে নেমে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেন তিনি। মাত্র ২১ বলেই তুলে নেন অর্ধশতক রান।

তার এই ঝড়ো ইনিংস ও দুর্দান্ত ফর্মের কথা মাথায় রেখেই আইপিএল-এ টাইগারদের নতুন মুখ এখন লিটন।

Exit mobile version