Home খেলাধুলা দুর্দান্ত জয়ে শেষ ১৬ তে আর্জেন্টিনা

দুর্দান্ত জয়ে শেষ ১৬ তে আর্জেন্টিনা

0

শুরুতে পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। হতাশায় পুড়ল আর্জেন্টিনা।
মেসির দায় শোধের প্রথম ভারটা নিলেন ম্যাক অ্যালিস্টার। গোলটা আসতেই যেন প্রাণ ফিরে পেল আর্জেন্টাইন গ্যালারি, প্রাণ ফিরে পেলেন দর্শকদের হাতে থাকা ডিয়েগো ম্যারাডোনার পোস্টারও। আর এগিয়ে আর্জেন্টিনা যেন আরও ধারালো।

এরপর আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার ভারটা নিলেন আলভারেস। সেই আলভারেস যিনি শৈশব থেকে মেসির সঙ্গে বিশ্বকাপ খেলবেন বলে স্বপ্ন দেখেছিলেন। তিলে তিলে বোনা সেই স্বপ্নকে রাঙানোর সুযোগটা হারাবেন কেন! ৬৮ মিনিটেই তাঁর এক চোখ ধাঁধানো গোলে ব্যবধান ২-০ করে আর্জেন্টিনা।
খেলা শেষ হয় ২-০ গোলে।
দুর্দান্ত জয়ে শেষ ১৬ তে আর্জেন্টিনা

Exit mobile version