শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ২২৭ রানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে রানের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ এটি। এর আগে ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩৩ রানে হারে বাংলাদেশ।
১৩১ বলে ২১০ রানের রেকর্ড ইনিংস খেলার পর থামলেন ঈশান কিষাণ। শেষ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান করে ভারত।
জবাব দিতে নেমে ১৮২ রান করে অলআউট হয়ে যায় টাইগাররা। এই হারের পরও সিরিজ থাকছে বাংলাদেশের। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল লিটন দাসের দল।
ভারতের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতে দুই একে।।
বাংলাদেশ সিরিজ জিতলেও হতাশ করেছে ২৮৭ রানের পরাজয়
